থোড় বড়ি খাড়া , খাড়া বড়ি থোড়
সব কিছু আমার কিচ্ছু নয় তোর !
মুখেই চলেছি বলে যত বড় বড় কথা
ভেতরে শুধুই নিজের গোছানোতে মাথা।


ভক্তিভরে সেলাম ঠুকে বেরুই প্রতিদিন –
“মাগো একটুখানি সুযোগ শুধু করে দেনা  তুই
বেশ তরিজুৎ করে তবে –
সাপটে সুপটে চেটে পুটে আশ মিটিয়ে খাই ।
বাকী সবাই যাক না ভোগে
আমি মাগো সোনার জবা বেলপাতা তোকে ভেট চড়াবই“


এই তো দেখি মোটামুটি সবার মনের বাই !!
মুখে যদিও বা বলি –
আচ্ছা ভায়া তোমরা সবাই ভালো থেকো ভাই।
------------------------
অমিতাভ (১২.১০.২০১৬)