অতীতকে তুমি ভুলতেই পার,
তোমার ভুলতে চাওয়া কুটিল ধৃষ্টতায়,
তাকে আড়ালও তুমি করতেই পার
সুকৌশলে সঙ্গোপনে কিংবা ধূর্ততায় ।


কিন্তু অতীত সেযে ভোলেনা হায়
কখনই তোমাকে কোথাও,
সে দেখ ঠিক সেঁটে আছে জন্মজরুলের মত,
আষ্টেপৃষ্টে জড়িয়ে তোমার ছায়াসঙ্গী হয়ে।


ভুলোনা অতীতকে তুমি -
জেনো সেই তোমার জড় তোমার সত্বার শিকড় ।
হলই বা ছেঁড়া কাঁথা,
ভুলোনা শুয়েছিলে তারই উপর। তুমিও কোনওদিন !


জেনো অতীতকে ভুলতে চাওয়া
যেন জন্ম নিয়ে ভুলে যাওয়া মা বাবাকে তোমার !!
________________
অমিতাভ (৩০.৫.১৮)