সময়ের সাথে তো হারিয়ে যায় অনেক কিছুই
ধুসর পাতা আর পাপড়ি ঝরার মত,
তবুও তো রয়েই যায় কিছু কিছু।
এখন তো শুধু স্বপ্নেই তোমাকে পাওয়া
কল্পলোকে যত দেয়ানেয়া,
একান্ত নিভৃতে, গোপন অভিসারে যাওয়া।
কি ভাবছো? হাসছো তুমি?
ভাবছো মাথাই বুঝি খারাপ হয়ে গেল আমার?
না গো না, এখনও তো ঠিকই আছি,
যা বলছি তুমি দেখো ভেবে, ওরাই সত্যি যে আজ!


সময়ের সাথে তো হারিয়ে যায় অনেক কিছুই
বয়সে বলীরেখা কিংবা যৌবন হারানোর মত,
তবুও তো রয়েই যায় কিছু কিছু।
তুমি নেই, নেই সেই নূপুরের ছম ছম চুড়ির কিঙ্কিণী
নেই স্নানঘর হতে বেরিয়ে আসা তুমি,
একরাশ এলো চুলে সুগন্ধ দেহের নিয়ে - ম ম করা তুমি!
তবে রয়ে গেছে থরে থরে শাড়ী ওড়না চাদরে ভরা ‘ওয়ারড্রোব’
ড্রেসিং টেবিলটার ওপর ছড়িয়ে থাকা প্রসাধনী,
‘ওডিকোলনের’ শিশিটা আর আয়নায় সাটা টিপগুলো।
রয়ে গেছে তোমার অফিসের ব্যাগ আর ‘স্যু রেকে’ রাখা সেন্ডেল গুলো।
ওরা আজও দেখি অধির অপেক্ষায় আছে বসে,
কখন একে একে ওদের তুলে নেবে তুমি,
বড় আদর করে সাজিয়ে নেবে সুকোমল অঙ্গে তোমার!
আমিও তো বসে আছি আজও ঠিক ওদেরই মতন
অধির অপেক্ষায় - তোমারই পথপানে চেয়ে।


একান্তে বসে ভাবি শেষ কবে সেই উত্তাল হয়েছি দুজন
হ্যাঁ - ভালবাসার আবীরে চন্দনে ।
রক্তে আমাদের উঠেছিল ঢেউ শিরায় শিরায়,
আছড়ে পড়েছিলে এই বুকের উপর বাঁধনহারা ঢেউয়েদের মত।
জ্বেলেছিলে ইন্দ্রধনু হৃদয়ের আকাশ আলো করে
ওষ্ঠের উষ্ণ পরশ আর চুম্বনের বিদ্যুত ছোঁয়ায়।
আজ ওরা সব রূপোলি পর্দায় ফুটে ওঠা ছবি -
ভুলানোরে ভুলানো মোর গান ...


সময়ের সাথে তো হারিয়ে যায় অনেক কিছুই
পুজা শেষে ভাসিয়ে দেওয়া ফুলের মত,
তবুও তো রয়েই যায় কিছু কিছু !
সেদিন ভেসেছিলাম তপ্ত দুটি প্রাণ উন্মত্ত ঢেউয়ের শুভ্র ফেনায়,
আজও ভেসেই চলেছি, তবে বাঁধনহারা অশ্রুনদীর প্লাবিত বন্যায় ভেসে!
-----------------------------
অমিতাভ শূর (৬.১.২০১৮) বাড়ি, রাত ১২-৪০