অজান্তেই মনমাঝে কখন যেন জমেছিল একবিন্দু ঝড়,
মোহিনী তোর স্মিত হাসি চপল নয়ন চাহনিতে
লাগল মনে কুলোর বাতাস উঠল ফুঁসে ঝড় ।
ছাইল মনের সারা আকাশ উতলা উচ্ছল ,
অশান্ত সে বাঁধনহারা তোর ছোঁয়ায় আজ দিশাহারা চিত্ত টলোমল,
ধামসা মাদল উঠল বেজে মাতন লাগে মনমুকুরে - অশান্ত হৃদয় ।


উতল এ'মন তপ্ত দেহে কোথা হতে ঝরলি পড়ে ঝর্ণাধারা হয়ে
শীতল তুই মেঘবালিকা উতলা তুই বহমানা চঞ্চলা মুখর ।
তুই বয়ে যাস সারা অঙ্গ বয়ে নির্ঝরিনির কলতানে
বিলীন আমি বিগলিত তোর করুণায় মিশে ।
তোর সাথে বই একাত্ম হই তোর স্রোতে যাই ভেসে, তোর ঘূর্ণিতে যাই ডুবে ।
তোর অতলে চরনতলে থিতিয়ে পড়ি পলি হয়ে - আমার নিভৃত আশ্রয় ।


আমার অস্থিরতায় তুই নিরসন
ব্যাকুল মনে তুই সমীরণ - পূর্ন মনস্কাম ।
আমার ঝড়ের রাতে আলোর প্রদীপ
আঁধারে তুই জোনাকবাতি, উষর প্রাণে তুই যে বরিষণ ।
তোর ছোঁয়াতে তোর নেশায় ডুবে
তপ্ত এ'মন হয় সে শীতল - মগ্নমুখর শান্ত আমি হই অচঞ্চল ।
_______________________
অমিতাভ (৩১.১.২০২১) গৃহকোণ, রাত ১২-৪৫