তোর জন্য এই আমি না –
এক পা খাড়া যখন তখন,
তোর জন্য আমার কাছে  
একশ যোজন একটুকু পথ।


জানিস কি তুই তোর জন্য
আমি হতে পারি অনেক নিচু।
তোর জন্য ঋজু মাথাটাও
ঝোঁকাতে পারি, মাটির 'পরে।
কলঙ্কিত হয়েও কালো
তোর জন্য হতে পারি!!


দুর্বল হয়েও আমি
পরাক্রমি হতে পারি,
দুর্বিনীতের সাথে আমি
জীবন দিয়েও লড়তে পারি,
তোর জন্য মারতেও পারি
নিজেও যে মরতে পারি !!


তবে এই বীরত্ব - পাপ-০০০০ পূণ্য
এসব শুধুই তোর জন্য।


তোর জন্য অপেক্ষায় অপেক্ষায়
শুধু অপেক্ষাতেই মরতে পারি,
স্বপ্ন দেখে মনের কোণে
তোর জন্য বাঁচতে পারি।


একশত আট নীল পদ্মের
মালা গেঁথে রাখতে পারি,
তোর ওই পদযুগল ফুলডোরে সাজিয়ে দিতে
পারি শুধুই তোর জন্য!


হাজার তারার মালা গেঁথে
সাজিয়ে তোকে রাখতে যে চাই,
চাই অন্তরের নিভৃতে তোকে
সমাদরে হৃদকমল মাঝে ।

কেন তা জানিস কি তুই?
আদৌ কি তা বুঝিস ওরে ?
বুঝবি তখন যখন -
আমারই মতন পারবি ভাবতে তুইও!


কবে যে তুই ভাববি অমন
সুমতি তোর হবে কবে,
অপেক্ষায় বসে আছি -
তোর জন্য শুধুই ওরে।
===============
অমিতাভ (২২.১.২০১৬)
বাড়ি, রাত ১০-৩০