সভ্যতার ধ্বংসলীলায় দিয়েছে যোগদান,
অতি উৎসাহ নিয়ে ক্ষনজন্মা এই মানুষ প্রানীরা,
তাই আজ প্যেপিরাস বন্দী যত -
শিরি ফারহাদ , মজনু লায়লা আর কৃষ্ণ রাধার সুললিত প্রেম ।
ওরা আজ ফসিল হয়ে পড়ে, হয়েছে অহল্যা প্রস্তর ।
আজ আর প্রেম নয়,
আছে নারীকে ভোগ, সম্ভোগ ভয়াবহ , আছে বলাৎকার।
শুরু করেছিল একদিন নিরো ক্যেলিগুয়ারা ,
আজও রয়েছে পড়ে পম্পেই নগরী শুয়ে,
লাম্পট্যের পীঠস্থানের নমুনা বুকে নিয়ে সাক্ষী হয়ে তার।


তারপর? তার আর পর নেই -
নির্মম চেঙ্গিস, তৈমুর,বাবর আকবর শাজাহান ...
আছে শক হুন ইংরেজ জারেরা যত ,
আছে হিটলার, ইডি, পারস্যের রাজা সুলেমান।
জ্বালিয়ে নরকের আগুন গড়েছিল হারেম,
লুটেছে ইজ্জত নিষ্পাপ নারীর -
তুলেছে পণ্য করে তারে নিলাম বাজারে।
তাদেরই করেছে ভূষিত বিদ্বজ্জন ওই ইতিহাসকার -
মহাবীর পরাক্রমী 'মহারাজা' বলে ।


রাজা উপাধিপ্রাপ্ত ওই শয়তানেরই উত্তরসূরি -
মেতেছে উত্থিত শিশ্ন নিয়ে হায়না পুরুষেরা,
নিকৃষ্ট পাশব খেলায় নখর দন্ত নিয়ে।
দুর্ভাগা আধুনিক এ'সমাজে তারই বিচার হয় আলম্ব দীর্ঘসূত্রিতায়,
ধর্ষিতা রক্তাক্ত ঐ ভাসে অসহায়,
নাহয় মরে সে নারী প্রতিপলে অসহনীয় মরণ লজ্জায়।
এই কি সভ্যতা , সুস্থ বিচার ?
নাকি অশিষ্টের পালন ও ন্যায় অস্বীকার ?
__________________________
অমিতাভ (১.১২.১৯)


** সুপ্রিয়া ডাঃ প্রিয়াঙ্কা রেড্ডিকে পাশবিক ধর্ষণ ও নিধনের বিরুদ্ধে এবং তারই সাথে প্রত্যহ ঘটে চলা নিরীহ নারীকে ধর্ষণের বিরুদ্ধে আমার সোচ্চার প্রতিবাদ জানাই।