তোর জন্য দু:খ হয় তোকে নিয়ে চিন্তা হয়
বড় কষ্ট পাই যখন তখন তোর কথা ভেবে
কত কিছুই তো করতে চাস তুই
কত কী যে দিতে চাস তোর উদার দৃষ্টি দিয়ে
এক আকাশ খুশি এক বিশ্ব প্রেম
তার সাথে দিতে চাস আনন্দ অপার।
        
কেন বুঝিসনা তুই বারে বারে কেন যে তুই অস্থির হয়ে যাস
কেন তুই বেয়াড়া এমন?


হ্যাঁ রে মন - একটু শান্ত ধির হয়ে মন দিয়ে তুই শোন,
তুই আর আমি যমজ হলেও আমরা যে আজ বড়ই পৃথক।
মনরে তুই বাঁধনহারা অশরীরি তুই ডানামেলা
উড়ে বেড়াস কি উল্লাসে মহাবিশ্বের সকল কোণে
আলাদীনের প্রদীপ নিয়ে এমন পারস্য ফরাসে!


ওরে মন একটুকু তুই শোন - যমজ হয়েও আমি
শরীরি হাত পা ওয়ালা আমি যে কপাল পোড়া,
সমাজ সভ্যতা মুল্যবোধ আর গোঁড়ামিতে
হাত পা বাঁধা এক জড়ভরত আমি বন্দী এ'সমাজে।


ওরে মন উই যমজ আমার ভাবিসনা একদম,
একটুকু তুই দাঁড়া
একসাথে তুই আমি দুজন উড়বো উল্লাসে
দুদিন পরেই নশ্বর এই শরীর ছেড়ে দিয়ে।
------------------------------
অমিতাভ(৬.৭.২০১৫)