আমার কি তুই বন্ধু হবি?
খোলা হাওয়া লাগিয়ে পালে
ভাসিয়ে তরী বৃষ্টি জলে
খুশির ছোঁয়া দিতে প্রাণে দুঃখ ভুলে প্রেম কুড়োবি?


আমার কি তুই বন্ধু হবি?
পারবি কি তুই বাউন্ডুলে হতে -
সুখের খোঁজে কাশের বনে চাঁপাতলায় নীপবনে,
হারাবি কি চাঁদ জোছনায় নীরব নদীচরে?


আমার কি তুই বন্ধু হবি?
নির্ঘুমে রাত পাহারা দেওয়া আমায় কি ঘুম পাড়িয়ে দিবি?
আমার অস্থিরতায় উচাটনে
দিবি কি হাত বুলিয়ে আমার আগুন জ্বলা বুকে?


দেখ ভেবে তুই হবি কিনা বন্ধুটি আমার,
হবি কি তুই দুঃখ ভুলে সুখ খোঁজার পথিক?
ভেঙ্গে দিয়ে চাপিয়ে দেওয়া দমন যত এই সমাজের-
বাড়াবি কি হাতখানি তোর এমনতর বন্ধু হতে?
_______________________
অমিতাভ (৭.৮.২০২২) গৃহকোণ