ভোরের শিশির তুমি আমার শীতল ঝর্ণাধারা,
তুমি আমার বনজোৎস্না আমার মেঘমালা।
গুঞ্জরিনি তুমি আমার, তুমি কানাকানি,
স্রোতস্বিনী, কল্লোলিনী তুমি নির্ঝরিণী।


তুমিই আমার স্বর্গ নরক, আমার মর্তভূমি তুমি,
প্রাণসজনী তুমি আমার তোমায় নিয়েই আমি ।
তুমি আমার নীরবতা তুমি আমার বাণী,
অভিমানী তুমি আমার তুমি বিনোদিনী।


তুমি প্রাণে তুমি মনে নিভৃতে নিরজনে,
আঁধার রাতে তারার মেলায় রৌদ্রস্নানে তুমি।
তুমি আমার স্বপ্নমায়ায় দুঃখসুখে আমার আদিঅন্ত তুমি,
তোমায় নিয়েই আমার ভুবন পরিপূর্ণ আমি ।
কত রঙে রূপের ছটায় ছড়িয়ে আছ তুমি,
ভিতর বাহিরে আমার তুমি শুধু তুমি ।
____________________
অমিতাভ (২০.১০.২০১৫)