একদিন  যেতেই হবে সব ছেড়ে দিয়ে
দূরকে আপন করে কোনও অজানা গভীরে,
ছেড়ে দিয়ে যাব এই পাকা ঘর পাকা মাথা -
ক্লান্ত এই জ্বরাজীর্ণ দেহ আর  অপুুর্ণ হৃদয়।


ছেড়ে দিয়ে যাব যত সাফল্য অসাফল্যগুলো,
অনেক অনেক দুঃখ পাওয়ার তিক্ত  স্মৃতিগুলো-
ছেড়ে যাব –আনন্দের ছোট্ট ছেঁড়া পুটুলির ভিতর।


ছেড়ে দিয়ে যাব যত আপোষের কলঙ্ক কথা
মাথা হেঁট করে শুধু একটু বাঁচার জন্য
আমার যত স্বার্থপরতার কথা,
তারই সাথে ছেড়ে যাব এই ক্লীবত্বের যত  অসহনীয় বোঝা।


ছেড়ে  যাব এই ঘর, আর বিছানা জামা পত্তর,
সুখ দুঃখ আর যত লজ্জা ঘৃনা ভয়
তারই সাথে চিবুকের নিচের এই ছোট্ট হৃদয়।


নিয়ে যাব চিরপবিত্র এই অমর আত্মার সাথে তোমার ভালবাসাটুকু ,
অক্ষয় অমর করে তারে, চলে যাব সব ছেড়ে ,
আগুন পাখির পাখায় - ভর করে উড়ে
আলোকিত অগ্নিশিখায়।


আকাশে উড়ছে কত আকাশমনি ফুল
ছড়িয়ে রয়েছে শিউলিরা যত সবুজ ঘাসে ঘাসে,
হাত বাড়াতেই দেখি- নেই আর হাত, নেই কোনও দেহ –
বড় হালকা লাগে এই শরীর আমার!
সোনালী রোদ্দুর ছড়িয়ে পড়েছে মাঠে মাঠে
সব ছেড়ে চলেছি কোন অজানা গভীরে -
সুখ দুঃখ ব্যথা আর বেদনাদের কেমন অজানা শব্দ লাগে আজ ...
============================
অমিতাভ (১৪.১০.২০১৫) বাড়ি, সকাল ৬-১৫