সেতো একটি নদীর মত
বয়েই চলে অবিরত,
অজানা অনিশ্চিত
কোন দিকশূণ্যপুরে।
আলুথালু দোদুল দোলে
পালহীন সে বৈঠা ছাড়া পাগল হাওয়ায় বহে।


সেযে আমার ভালবাসা
বাউন্ডুলে এক বাউলপনা,
তার বাঁধনহারা ছন্নছাড়া মতি ।
বেপরোয়া কর্মনাশা,
কেউ বলে সে সর্বনাশা,
আদতে সেযে বড় আপন ক্ষেয়ালখুশির!


এলোমেলো ভীষণ ভুলো
সেযে রাতনিশীথে রোশনি আলোর,
হরিণচোখের বিহবলতায়
নীলের ফাঁদে সেযে এক মগ্নমুখরতা।
সব ছেড়ে সব ভুলে গিয়ে
আষ্টেপৃষ্টে জড়িয়ে তারে অনিন্দ সুখ সেযে ভালবাসা।


সে যেন লম্বা চুলে লাল বিনুনি
উতল হাওয়ায় আঁচলখানি,
রাখে মারে সেই আমারে
বৃষ্টিদিনের জলধারায় -
সেযে আমার নাও ভাসানোর সাথী।
সে আমার মন কেমনের শীতল আঁচলছায়া।


ঝিঁঝির ডাকে চাঁদের ফাঁকে
নিঝুম বনে ঝাউয়ের দোলায়,
খুঁজি তারে হন্যে হয়ে আমি।
আহা হা - সেই যে আমার ভালবাসা,
একটি নদী বহমানা,
সোনামাখা পাহাড়চূড়া - সে এক দুরন্ত বহ্নি।
________________________
অমিতাভ শূর (১৪.৬.২০২০)