ক্লান্ত এ' মন শ্রান্ত দেহ, একান্তে বসে দেখি
ফেলে আসা পথে জীবনের জলছবিটাকে,
ঢলে পড়া বিকেলের ওই দীর্ঘ ছায়ায়।


এ' জীবন যেন এক জল ঝাঁঝরিতে ভরা প্রশস্ত ঝিল,
আমাকে হতে হবে পার, আমি কাটছি সাঁতার।
যতই এগিয়েছি পথ দেখেছি নিজেকে বার বার,
ক্রমেই ঝাঁঝরিগুলো জড়িয়েছে হাত পা শরীর আমার।


আর যে পারিনা নিজেকে রাখতে ভাসিয়ে,
অক্ষমতাগুলো যত রাহুর মত, করেই চলেছে গ্রাস
এই দেহ শরীর মনের আনাচ কানাচ,
ওরা যে টেনেই চলেছে ক্রমে অমিত বিক্রমে
অজানা অতল তলের সুতীব্র  আহ্বান!


অদূরেই দেখি মৃন্ময়ী মায়ের উদাসী দুটি চোখ
ভাসতে ভাসতে অতলে যায় ডুবে
দূর হতে দূরে যায় ভেসে মাথার মুকুট আর মালাখানি তার,
ছায়ারা দীর্ঘ হতে দীর্ঘতর হয়
আঁধার নেমে আসে ক্রমে পৃথিবীর বুকে, আমি অসহায়।
------------------------------------
অমিতাভ (১০.৪.১৮)