ভেবেছ কি কেউ কখনও ইচ্ছেরা ঠিক কেমনতর ?
সুখস্বপ্নের মগ্ননেশায় ইচ্ছে থাকে বিলাসিতায়,
সোনার মাছি হয়ে যে ঐ ইচ্ছে ওড়ে ডানা মেলে
সেজেগুজে খুব আদরে ওরা ইচ্ছেরা সব যত!


ইচ্ছে যেন পটের বিবি রানী হয়েই থাকেন তিনি
আলাদীনের প্রদীপটিকে সদাই হাতে রাখেন যিনি ,
সুখবাগিচায় সুখের নেশায় -
খুটে খুটে সুখ খুঁজে খায় ইচ্ছে অবিরত ।


জাগরনে স্বপ্নঘোরে কিংবা গভীর নীদ্রাযোগে
সুখই স্বপন সুখেই মগন ইচ্ছেরা যে সুখের বাহন
সুখসায়রের ওই গভীরে অবাধে তার অবগাহন ,
কল্পলোকের বিলাসিতায় ইচ্ছে করে বিচরন ।


যা কিছু সব পার্থিব সুখ ভোজন ভ্রমন কিংবা রমন
ইচ্ছেরা সুখ যেচেই চলে ওরা অগনন!
উন্নাসিক সব স্বপ্নগুলো, যা কিছু সুখ সবটুকু চাই
বেদনাদের নেই কোনও ঠাঁই - ইচ্ছে যে এমন।


সৃষ্টীশিল বা গঠনমুলক - ইচ্ছেরা কি চায় সহজে?
ছেঁড়া কাঁথায় শুকনো পেটেও সুখস্বপ্নে সবাই মজে ।
চালচুলোহীন হয়েও বাঁচে ইচ্ছেদেরই কাঁখে নিয়ে
চায় খেতে সে মন্ডা মিঠাই চায় সোনার সিংহাসন!
=================
অমিতাভ (২৮.৬.২০১৫)