শ্রাবণঘন বৃষ্টিভোরের ভেজা পৃথিবী
মেঘলা ভোরে ঝর বারি ভেজায় যে এই মন ।
ভিজছে মাটি ভিজছে জীবন
ভেজায় যে প্রাণ মন ।


বারে বারে চায় যে এ'মন
তোর সাথে খুব ভিজি রে আজ,
জড়িয়ে তোকে ভিজবো ওরে
চল ভাসি দুজন ।
খুব  ভিজিয়ে দেব তোকে শ্রাবণী এই ঝর্ণাধারায়
তোর বাঁধনহারা মুক্তধারা ভরা যৌবন।


টুপ টুপ টুপ ইলশে গুড়ি
ইচ্ছেসুখে ভিজছি যে আজ তুই আমি দুজন
ভিজছে দেহ, গলছে শরীর
তপ্ত দুটি মন.।
দুই   হৃদয়ের রক্ত ধারায় উন্মত্ত প্লাবন.
ভিজছে দেহ গলছে শরীর
আজ একাত্ম দুজন !
-------------------------------
অমিতাভ (১২.৮.২০১৭)