দিনশেষের ঝরা বেলায়
দাও ছড়িয়ে আলোকমালা,
আধো অন্ধকারে জ্বালাও এ কোন প্রদীপখানি,
যেন শীশ মহলের ঘোর আঁধারে প্রজ্বলিত বাতি!


কে তুমিগো দাওগো দোলা, মন কেন অস্থির,
জাগিয়ে দিয়ে যাও যে আমার ভিতর বাহির?
____________________
অমিতাভ(১৪.৭.১৮)