এমন সঘন ভরা বাদল দিনে
মন বলে তারে কিছু যেন যায় বলা ,
নিরজনে আজ এমন নিভৃতে
শুধু তুমিই শুনবে জানবে সে কথা।


আমার যা কিছু ভাল মন ভাবে বলে
কেন তোমাকেই শুধু দেখে যাই অনিবার,
তোমার মন খারাপের বিষন্নতায়
আমাকে যে তোমারই পাশে পাই ?


এ'সমাজ এই পরিজন কেন সব কিছু লাগে মিছে
মনে হয় কোথাও কেউ বুঝি নাই পিছে ।  
আনমনে এ'দুচোখ তোমাকেই যায় খুঁজে
বকুলের সুগন্ধ আসে শ্রাবণ ধারায় ভেসে।


নিভৃতে একান্তে হই তোমার মুখোমুখি
মন বলে - সুখে দুখে দুজনে হই দুজনার পাশাপাশি ।
এমন বাদল দিনে নাবলা মনের কথাগুলো মন বলে
তারেই শুধু যায় বলা।


এমন সঘন ভরা বাদল দিনে
মন বলে তারে কিছু যেন যায় বলা,
নিরজনে আজ এমন নিভৃতে
শুধু তুমিই শুনবে জানবে সে কথা।
______________________
আমিতাভ (৩.৯.২০২২) গৃহকোণ, রাত ৯-৪৫