অন্ধ যুবক বসে আছে পথ চেয়ে ,
যদি কেউ আসে পথ বেয়ে
দেয় দুটি পয়সা ,
ওটাই তো তার ভরসা।
নেই তার লালসা,
করেছে সে ভগবানের ওপর ভরসা।


অন্ধ যুবক বসে আছে পথ চেয়ে,
সেই পথে নেইকো গাড়ি নেইকো লোকের সারি
আছে নিস্তব্ধতা , আছে আশা,
আছে দায়িত্ব, আছে দুঃখ;
আছে পরিবারের মুখে হাসি তুলে দেবার আশা।


অন্ধ যুবক বসে আছে পথ চেয়ে,
এসেছে এ সংসারে মহামারী
বিশ্ব জুড়ে মৃত্যু সারি সারি ,
কিবা এসে যায় তাতে
মৃত তো সেইদিনই হয়েছিল সে ,
যেদিন এই রঙিন পৃথিবী কালো হয়েছিলো তার।


অন্ধ যুবক বসে আছে পথ চেয়ে,
গুনছে সে প্রহর বাঁধছে সে আশা
একদিন শেষ হবে এ মহামারী
এ পথে হবে লোকের সারি।
যদি বলি এটাই তার লালসা।।