মানুষের রক্ত সেতো বড়ই দামী_
মানুষ যে এ ধরার শ্রেষ্ঠ প্রাণী।
আদিম হতে প্রস্তর পেরিয়ে
চলেছে সে অনেকটা পথ
আজ সে উন্নত।


মানুষের রক্ত সেতো বড়ই দামী_
যদিও রয়েছে তার অনেক ভাগ
রয়েছে বিবাদ ,সঙ্গে একটু রক্তপাত
তবুও তারা একসঙ্গে করছে বসবাস
কারণ আজ তো তারা উন্নত।


মানুষের রক্ত সেতো বড়ই দামী_
তাতে আছে বিদ্যা ,বুদ্ধি,জ্ঞান,
সাথে একটা নেশা,
উন্নতি করণের নেশা।
কেটেছে সে অনেক গাছ ,
কেড়েছে সে অনেক প্রাণীর প্রাণ_
মানুষ সেতো উন্নত তার ' রক্ত ' হবেই তো দামী।।