সম্পৃতিটা ঠিকই ছিলো,
দুর্গা পুজোতে রহিম ও ছিলো
পুঁজিবাদীদের ইচ্ছা হলো
ধর্মের নামে উস্কে দিলো।
নেতারা তাতে আগুন দিলো,
জন্তুরা তাতে ঘি ছড়ালো।
জনসাধারণের ঘর জ্বললো,
মাটির রং লালচে হলো।
সেই সুযোগে পুঁজিপতিরা পুঁজি বাড়ালো,
সেই পয়সায় মিডিয়া বিকোলো।
ভেবে দেখো তুমি কি করছো?
ধর্মের নামে ভাইকে মারছ।
ধর্মতো শান্তি শেখায়,
সহজ ভাবে জীবন দেখায়।
আগুন তো ঠিকই নিভে যাবে,
মানুষ নিজের ভুল বুঝবে,
রামের গলায় রহিম থাকবে ।
সেদিন মানুষ চেল্লে বলবে,
হিন্দু - মুসলিম আমি কিচ্ছুনা ,
মানুষ ছারা কিছু হবোনা।
সেদিন ক্ষমতাটা কি কাজে আসবে?
মানুষ আবার জেগে উঠছে,
হিসাবটা তারা বুঝতে আসছে।