অসহ্য যন্ত্রণা সহ্য করে যে আমাদের  এ জগতের আলো দেখায়  তিনি হলেন আমাদের মা। অমৃত পান করিয়ে যিনি আমাদের বড় করে তোলেন তিনি আমাদের মা। প্রথম হাঁটতে শেখা যার হাত ধরে তিনি আমাদের মা।আমাদের  মুখ থেকে বেরোনো প্রথম শব্দ ' মা ' । ধীরে ধীরে কথা বলতে শিখি মাতৃ ভাষায়। জীবনের সব স্বপ্ন গুলো জলে ভাসিয়ে সবটুকু সময় যে তোমাকে দেয়  তিনি হলেন মা। শীত হোক , গরম হোক , কিংবা  বর্ষা  
শত শরীর খারাপের মাঝেও যে তোমার মুখে অন্ন  তুলে দেবার জন্যে হাত পুড়িয়ে রান্না করে  তিনি হলেন মা । তোমার শরীর খারাপে যার প্রাণ ওষ্ঠাগত  তিনি আমাদের মা ।তোমাকে  নিয়ে সব থেকে বেশি যিনি গর্ব করেন তিনি আমাদের মা।  তোমাকে বাঁচাতে যিনি বাবার সাথেও ঝগড়া করে তিনি আমাদের মা । মাকে পুরোপুরি ব্যাক্ষা করার কোনো ভাষা  আজও নেই। ভগবানকে তো আমরা কেউ দেখিনি কিন্তু মাকে  দেখেছি।
মা এর ভালোবাসা  নিয়ে বেশি ভাববেনা না শুধু অনুভব করুন মাকে  ভালোবাসুন  তাতে অনেক শান্তি আছে।


এমন কোনো লেখক নেই যিনি মাকে তার কলমের মাধ্যমে  কোনো খাতার পাতায় অঙ্কুরিত করবেন।


                  মা এর ভালোবাসা অফুরন্ত ।


#মাতৃ দিবস#
#প্রতিটি দিনই হয়ে উঠুক সব মায়ের মাতৃ দিবস#