সাত খুনের যে আসামি,
আজ সে অনেক দামি।
লড়েছে সে ভোট ,
হয়েছে সে মস্ত নামী।
পেয়েছে সত্তা , চড়েছে গদিতে
আজ তার বিপুল অনুগামী।
ধুয়েছে হাত টাকার নদীতে,
যে হাতে ছিলো রক্তের দাগ ,
সে হাত এখন,করে মানুষের ভাগ।
আজো সে মানুষ মারে,
ধর্মের চাদর গায়ে পরে।
আজ তো মানুষ ভক্ত,
জাতির নামে বিভক্ত।
আসামি রাজত্ব করে ,
গরীবেরা অভুক্ত মরে।
শিক্ষার নামে দুর্নীতি দেয়,
পাছে মানুষ প্রতিবাদী হয়।
মহিলাদের সে খুব সম্মান করে,
শুধু তাদের স্বপ্নটা গলা টিপে মারে।
প্রতিবাদী যে নাই,আমি বলছিনা তাই
আমার এমন প্রতিবাদী চাই ,
যে বলবে তুই তো ' আসামি ',
তোর নেতৃত্বের মুখোশ টা টেনে খুলতে চাই।।