ভদ্রতাকে আড়াল করে ঘুরছে দেখো নর পিশাচ,
পাপী চোখের ধারালো অস্ত্রে, স্ত্রী জাতি বিদ্ধ আজ।
ঘরেতে খুবই নম্র সে,রাস্তায় তার আসল রূপ,
বাসে, ট্রামে যেথায় যায় নজরে তার নারীর বুক।
তারাই আবার বুদ্ধিজীবী ,নারী পোশাকের নিন্দা করে,
সব দোষ তো পোশাকেই,নজরের আর কিইবা দোষ?
নারীকে যারা পণ্য ভাবে,তারাই আবার পুজো করে ।
পুজো তোকে করতে হবেনা সম্মান টা করতে শেখ,
নরপিশাচের রুপটা ছেড়ে ,সুস্থ চোখে নারীকে দেখ;
দেখবি অনেক শান্তি আছে স্নিকধ ওই রুপেতে।
তোদের জন্যে কাঠগড়ায় আজ সমস্ত পুরুষ জাতিটা,
সব পুরুষ তো সমান নয় কিছুতো আছে মর্যাদা দেয়,
তোদের জন্যে তারাও আজ নারীর চোখে খাটো হয়।