এই লৌহ - কংক্রিটের জঙ্গলে প্রতিনিয়ত বেড়ে চলেছি আমরা।
আছে সাজ নেই গাছ,
আছে এ শরীরে প্রাণ,
নেই পুড়তে থাকা এ হৃদয়ে প্রাণ।
অক্সিজেনও এখন মুখোশ ধারী,
ধোঁয়া আর ধুলোয় হয়েগেছে ভারী।
আছে অনেক কল
নেই তাতে বিশুদ্ধ জল।
আছে ভাই , বোন , বন্ধু ,
নেই ভালোবাসা।
আছে বাবা , মায়ের প্রতি আসা ,
নেই ভালোবাসা।
আছে ক্রিকেট , ফুটবল,
নেই সেই ছুটতে থাকা ছেলের দল।
কারণ তারা আজ ঘর বন্দী
একটা ছোটো চালাক বাক্সই তাদের গণ্ডি।
আছে গদি প্রিয় সরকার,
তাদের বিরুদ্ধে বলার লোকটাই দরকার।
এই লৌহ - কংক্রিটের জঙ্গলে প্রতিনিয়ত বেড়ে চলেছি আমরা ।।