সারদা-সারদা তুমি এস-ও শরতে,
শিশির-গলে দূর্বা সাজে,
শিউলি-ছড়ায় প্রভাত আসে,
রাঙে ধরনী নতুন রঙে,
সারদা-সারদা তুমি এস-ও শরতে।


টাকডুমাডুম বাদ্যি বাজে,
প্রানের ধারা পথে বহে,
পাপ-পূন্যের বোঝা সবে,
ঐ দুখানি চরণ মাগে,
সারদা-সারদা তুমি এস-ও শরতে।


গিরিরাজ আজ তোমায় ডাকে,
চন্দ্রশেখর নবরুপে সাজে,
চলে আয় মা তুই এলোকেশে,
ত্রিনয়নে, ত্রিগুনাতীতে!
সারদা-সারদা তুমি এস-ও শরতে।