বাদল-দিনে, বর্ষা-রানি,
নাচে ঘুঙুর পায়ে,
ভাঙে মেঘের পাহাড় ভাঙে,
নদীর ডাঁয়-বাঁয়-এ!
নাচে তরঙ্গ, চঞ্চল মন,
দুকুল সেজে আসে, উথাল-পাথাল রব,
পাগল হাওয়ায় ডাক দিল রে,
কোন সাগরের পানে!


বাদল-দিনে, বর্ষা-রানি,
নাচে ঘুঙুর পায়ে!


গগন পোড়ে বজ্রাগুনে,
ত্রাহিমাম ডঙ্কা তুলে,
মহাকালের বুকের মাঝে,
আসছে ধেয়ে সর্ব-নাশে!
পরশুরামের পরশু কেড়ে,
বিনায়াকের ভগ্ন দাঁতে,
শীতলতার আঁচল পেতে,
বাদল-দিনে, ঝড়ের রাতে,
কে আসে-রে ঘুঙুর পায়ে!


বাদল-দিনে, বর্ষা-রানি,
নাচে ঘুঙুর পায়ে।