সাগরের জলে ধুয়ে দেব আকাশের সব তারা,
রহিবেনা আর কোনও মেঘেদের বেড়া,
ফুরিবে সকল সময়, দিন রাতের খেলা,
অনন্ত যামিনীর মুখে চেয়ে, শুধু অনন্ত বসে থাকা!


চমকিবে আকাশ, সেই বিরহের বেলা,
ফুলে ফুলে সাজিবে, মিলনের মেলা,
সমীরন বহিবে, জ্বালি প্রদীপের শিখা,
অনন্ত যামিনীর মুখে চেয়ে, শুধু অনন্ত বসে থাকা!