তোমার নেই বোধ,
তুমি আসো খোলা চুলে, জানালাধারে,
বৃষটি দেখবে বলে।


তোমার নেই বোধ,
তুমি তাকাও মুখটি তুলে, আকাশপানে,
শূন্য ধরবে বলে।


তোমার নেই বোধ,
তুমি হাসো বাঁধন খুলে, ফুল খেলিয়ে,
লজ্জার-ভার আমায় দিয়ে।


তোমার নেই বোধ,
তুমি আসো কাছে, বসও পাশে,
দুরে যাবে বলে।।


আমার আছে বোধ,
আমি ঝরি অঝোর ধারায়, মহানন্দে,
পূর্ণ হব বলে।


আমার আছে বোধ,
আমি খুঁজি শূন্যতারে,
অসীম হব বলে।


আমার আছে বোধ,
আমি থাকি আড়াল হয়ে,
নয়ন ভরে দেখব বলে।


আমার আছে বোধ,
আমি বন্দি সীমার মাঝে,
সব সীমারে পার করবো বলে।।


তোমার নেই বোধ,
তাই তোমার হাজার প্রশ্ন,
থাকে শুধু আমায় ঘিরে।


আমার আছে বোধ,
তাই আমি নীরব হয়ে,
সেইসব প্রশ্নের ভিড়ে।


তোমার নেই বোধ,
তাই আমার সকল বোধ,
আজ শুধু তোমায় ঘিরে।


আমার আছে বোধ,
তাইতো আমি অবোধ,
বোধ-অবোধের হিসেব নিয়ে।।