ব্ন্ধু তুমি,
আমার লেখায়, আমার পড়ায়, আমার সকল শেখায়,
ব্ন্ধু তুমি,
আমার ঘরে, আমার বাইরে, আমার সকল প্রেরনায়।
ব্ন্ধু তুমি,
আমার তাসের, কালো-পানের, আমার কালো কিং,
ব্ন্ধু তুমি,
বৃষটি-ভেজা, কাদা-মাখা, সেই হারানো দিন।
ব্ন্ধু তুমি,
চা-এর দোকানে, পাড়ার ক্লাবে, ডিফেন্স চেরা পাস্,
ব্ন্ধু তুমি,
আম-বাগানে, ভর দুপুরে, ঝড়ের-ই আভাস।


বন্ধু তুমি,
আমার বই-এর, রবি-ঠাকুরের, সেই আলোর ঝরণা,
ব্ন্ধু তুমি,
আমার মনের, আমার প্রাণের, আমার মুক্ত চেতনা।
ব্ন্ধু তুমি,
সবার মাঝে-সবসময়ে, যায় না তোমায় দেখা,
ব্ন্ধু তুমি,
গোপন মনের-গোপন প্রাণের, গোপনতম ভাষা।
ব্ন্ধু তুমি,
আমার গান, আমার নেশা, আমার স্বাধীনতা,
ব্ন্ধু তুমি,
আমার হাসি, আমার কান্না, আমার অসীমতা।


বন্ধু তুমি,
আমার মাঝের-তোমার মাঝের, ছিঁড়বে সকল টান,
বন্ধু তুমি,
জগত জুরে গাও যে শুধু, মানবতার গান।