একবার ভগবান শ্রীরামকৃষ্ণের এক ভক্ত তার ছোট ছেলেকে নিয়ে গিয়ে শ্রীরামকৃষ্ণকে বললেন, আমার ছেলের বড় অসুখ, আপনার মা তো সবই পারেন, বলুননা ওনাকে আমার ছেলের অসুখ ঠিক করে দিতে। ভগবান শ্রীরামকৃষ্ণ ছেলেটার গায়ে হাত বোলাতে লাগলেন আর উত্তরে বললেন, আমি কি মায়ের কাছে এসব চাইতে পারি, আমি শুধু শুদ্ধ ভক্তি চাই।


ভগবান শ্রীরামকৃষ্ণকে উৎসর্গ করে লেখা কবিতা "চরণে তোমার রাখো"



কামনা বলে শিক্ষা, মিথ্যা সকল আদর্শ,
শিক্ষা বলে কামনা, অনেক তোমার দম্ভ,
প্রেম বলে শিক্ষা, তোমার জ্ঞান-বিচার ছাড়ও,
আমি বলি ঠাকুর, চরণে তোমার রাখো!


দুঃখ বলে আমায়, তুমি সুখের সঙ্গ ছাড়ও,
মরণ বলে আমায়, তুমি জীবনের শেষে আসও,
বৈরাগ্য বলে আমায়, সত্য সকল ধর্ম,
আমি বলি ঠাকুর, চরণে তোমার রাখো!


ভক্তি বলে আমায়, তুমি ভক্তের বেশ ছাড়ও,
দুনিয়া বলে আমায়, ভন্ড হতে কি তুমি পারও?
বিধাতা বলে আমায়, আমার কান্না কি তুমি দেখও!
আমি বলি ঠাকুর, চরণে তোমার রাখো!