নদীর মাঝে ঢেউ আসে,
ঢেউ আসে রে মনের মাঝে।
সুখ-দুঃখের ঢেউ রে তুই,
নিয়ে যা তুই ভবের পাড়ে।


ঐ পাড়েতে দয়াল বসে,
আছে রে চেয়ে তোরই পানে,
কান্না-হাসির দোলায় দুলে,
চলে যা তুই ভবের পাড়ে।


ঐ পাড়েতেও উঁচু-নিচু,
ছোট-বড় সবই আছে,
সবই আছে দয়াল বেশে,
দিনের-আলো রাত হয়ে।


খুঁজলে পরে দয়াল পাবি,
পাবি রে তুই মনের মাঝে।
কান্না-হাসির দোলায় দুলে,
চলে যা তুই ভবের পাড়ে।


দয়াল তোর ঐ হাসি দেখে,
নয়ন জলে যায় রে ভরে।
দয়াল তুই থাকিস দুরে,
থাকিস মনের মাঝারে।


নদীর মাঝে ঢেউ আসে,
ঢেউ আসে রে মনের মাঝে।
সুখ-দুঃখের ঢেউ রে তুই,
নিয়ে যা তুই ভবের পাড়ে।