চোখের ভাষা যখন মুখে বলা হয় গো বারণ,
সকল কর্ম যখন খোঁজে গো কারণ,
কামনার ভারে যদি মুল্যবোধের হয় গো মরণ,
হীরে-জহরত্-এ যদি হয় গো গড়া, ভালোবাসার-তাজমহল,
মন রে তখন প্রান ভরে গেও, তোমার প্রেমের গাহন,
যমুনার কুলে প্রান খুলে নেচ-ও, তুমি খুশির নাচন,
মনের মাঝে খুঁজে নিও তুমি, তোমার মধুর বৃন্দাবন।