নিজেরে হারাই যদি, আমি সুখের মাঝে,
          দুঃখে যেনও পাই, আমি আপনারে।
আঁধার যদি নামে, এই চলার পথে,
         চোখের বাঁধন তুমি, শুধু খুলিবারে।
দগ্ধ হৃদয় যখন, বাসনার আগুনে,
         তব নাম যেনও সদা, থাকে স্মরনে।
ছুটিছে হাজার তারা, দেখও শূন্য গগনে,
        শুধু রাখিবারে নিজেরে, তব ঐ চরণে।


ভক্তির বাঁধনে বাঁধি গো তোমায়,
                          থাকো ভক্তের অধীনে।
মম চঞ্চল মন পূর্ণ যে হয়,
                          রাখো যদি ঐ চরণে!!