রাত পেড়িয়ে আসে ভোর,
আকাশ নামে সবুজ ঘাসের উপড়,
ক্লান্ত শরীর ভেজে শিশির-ঘামে,
পান্ডুলিপি লিখে চলে জীবন-কাহন!
আদর-আঘাত দুই আছে ভালোবাসায়,
শুধু থাকেনা সময় আগের মতন।


সরু নদী থেমে যায় ছুঁয়ে বড় রাস্তার মোড়,
পাগল হাওয়ায় হারায় তেপান্তরের খোঁজ,
ঘুমে ঢলে পড়ে নীল প্রেমিকের চোখ,
শুধু পান্ডুলিপি জেগে থাকে পাষাণ বুকের উপর!


আদর-আঘাত দুই আছে ভালোবাসায়,
শুধু থাকেনা সময় আগের মতন।