তরী আমার সোনায় ভরি,
মাঝির লাগি পথ চাহি,
চরণে তার দিব ঢালি,
পাই যদি গো দেখা!


আগুনেতে পুড়লে জানি,
সোনা সে যে হয় গো খাঁটি,
চোখের জলে তাই গো ভাসি,
খুশির-বাতি মনে জ্বালা!


লক্ষ জনম গেল চলি,
সোনা আমি আগলে ধরি,
জীবন আমার ধন্য হবি,
কর যদি গো দয়া!


আপন সোনায় আপনি ঋণী,
কেমনে করি বেচা-কিনি!
কেমনে আমি তোমায় চিনি,
না যদি পাই সাড়া!


সে যে আমার সোনার তরী,
তরী আমার সোনায় গড়া!