বইছে রক্ত উল্টোস্রোতে, আসক্তিরই রঙে রেঙে,
বেচা-কেনায় মন মেতেছে, মনুষত্ব্যের এই বাজারে।
বিবেক-বুদ্ধি হল বেচা, ভালোবাসা এবার হল কেনা,
নারীত্বে আমার ঘুন ধরেছে, যায় না আর তাকে চেনা।
ধর্ম​ এবার বলছে কথা, ব্যাকুলতার সব উর্ধে উঠে,
সন্ধ্যা-আরতি, আজানের গান, পায় প্রতিষ্টা আমার আমিত্বে।
বাইবেল, কোরাণ, গীতার বানী, চলছে তারও দর কসাকসি,
ভক্তিমাখা চোখের পানি, হায়রে, তোরে আমি কোথায় বেচি!


বইছে রক্ত উল্টোস্রোতে, আসক্তিরই রঙে রেঙে,
বেচা-কেনায় মন মেতেছে, মনুষত্ব্যের এই বাজারে।