উপভোগের এই জীবনে,
পৃথিবী যখন আমি-ময়,
উপলব্ধির ঐ দুনিয়ায়,
সকল আমি মিথ্যে হয়।


তোমারি ঐশ্বর্যে প্রভু,
জগত্ যখন পূর্ণ হল,
ত্যাগের পথ দেখিয়ে বল,
জীবন তুমি রিক্ত কর।


খেলাঘর সাজিয়ে রাখো,
খেলায় তুমি নাহি থাকো,
খেলও তুমি বিশ্ব নিয়ে,
খেলনা তুমি আমায় কর।


ভাঙা-গড়ার তোমার খেলায়,
সৃষ্টির মাঝে আনও প্রলয়,
উপলব্ধির ঐ দুনিয়ায়,
প্রভু! তুমি শুধু তুমি-ময়।