মাঝরাতের নিকষকালো প্রহরে হঠাৎ কেঁদে উঠি
কেন জানিস? ভয়ে,
এইবুঝি ভাঙল আমাদের জুটি।
কত সময়, কত প্রহর, কত আবেগ ছিল
ডান প্রকোষ্ঠ কাঁপানো অনুভূতিরা ছিল ;
বলতো, কোন হাওয়াতে ওরা সব-ই উবে গেল।
তোর ছলছলে চোখের কান্নারা কই?
আজ কান্নাগুলোও চোখে শুকে যায়,
কত ছোঁয়া, কত আদরযত্ন ওরা আজ কোথায়?
প্রতিজ্ঞাগুলোও সব ধুয়ে যায় বৃষ্টির ধারায়
পা-পৃষ্ঠ আজ, সব- ই ধূলিকণা হায়!
গল্প হয়ে যায় স্মৃতিদলসব ধোঁয়ায় ধোঁয়ায় ।।