এক বৃহস্পতিবারের সন্ধ্যেয় চায়ে একটু খানি চুমুক
হয়তো টেলিভিশন অন করে খবর দেখা এবং শুনা।
হঠাৎ মাইকিং — সুখবর,সুখবর,আনন্দের সংবাদ
কাল নাকি পাহাড়ি এক পশু জবাই করা হবে
নিতান্তই খুশির সংবাদ–ই বটে!
অন্যদিকে আরেক মাইকিং —
একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ
ও পাড়ার ফজল চাচা এ জগতের মায়া ছাড়লেন,
আহারে বেচারি খুব ভালো লোক ছিলেন।
ভাগ্যিস! অন্ততঃ আমার মৃত্যুর মাইকিং ছিলোনা
যাকগে এসব, টিভির চ্যানেল ঘুরাই।
ঘুরাতেই, টিভির পর্দায় স্পষ্ট করে লিখা—
“মানুষের কেজি সাতশো টাকা (মাত্র)”
জিহ্বায় এক কামড়! ঘামতে শুরু করলো গাত্র।