কোনদিন সময় করে এসো
একটু জিরিয়ে বসো,
তোমায় শোনাব বেঁচে থাকার গল্প;
তখন হিসেব কষো।


কোনদিন সময় হলে এসো
একটু না হয় হেসো,
তোমায় দেখাব না পাওয়ার আনন্দ;
গলা ঝেড়ে কেশো।


কোনদিন সুযোগ করে এসো
একটু না হয় কাঁদলে
তোমায় বোঝাব ছেড়ে দেয়ায় তৃপ্তি;
রাখবে কত আগলে?


কোনদিন ভুল করে হলেও এসো
কত না ভুল হয়েছে পার
তোমায় দেখাব অপেক্ষা কতটা শুদ্ধ;
কতটুকুই বা এ জীবন আর!