লিখব লিখব করেই হয়না লিখা
কত ভাবনারা হাতছানি দেয় রোজ
ওরা আজকাল বোধহয় বেশ একা
নিখোঁজ কল্পরাণীরাও দিব্যি দেয় তাদের খোঁজ।
আলসে মাথায় কত কি যে ঘুরতে থাকে
শিল্প মনে হয় সব দুঃখগুলো এসময়টায়,
অযথা সময় কাটাই ঘুরি ফিরি পথের বাকে।
কি যে করি ভেবে না পাই, দিনগুলো চলে যায়।
কত শত চরিত্রের গল্প বানাই অগোচরে
হাসি দেই দুঃখ দেই বেদনা দেই বিরহ দেই
ভালবাসাও দেই, কিন্তু পাঠক নেই যে তা পড়ে।
রাতের পর রাত চলে যায় মাঝে মাঝে অবশ্য বিশ্রাম নেই
নিশাচর হতে হতে আমি যে বড্ড ক্লান্ত
মস্তিষ্ক যতই না হোক আমিও যে শরীর
জীবন নদীর ধারা বয়ে যায় জানা নেই তার অন্ত
আশা জমাটবদ্ধ থাকে এবুকে যদি হঠাৎ বৃষ্টি নামে ঝিরিঝির।
সৃষ্টি খুঁজে ফিরি এ গলি ও গলি দূর বহুদূর পথে
দুচোখ ঝাঁপসা হয় দেখি কত জীবনের কোলাহল
একা আমি ভাবুক সারথী এক অশ্বহীন রথে
সংগ্রামী দেখেছি মৃদু হেসে হেসে যে জীবন নদী টলমল।
ছুটছে জীবন লাগামহীন কোথাও স্থির না দেখি
কাল হতে কাল এ কোন প্রবাহ ধারা বয়ে যায়
স্থবির আমি শূণ্যেই আছি ঠিক যেমন ছিলাম এক-ই
চলে যাক মহাকাল নিয়ে যাক সব কেউ কিছু না পায়।।