অভিমানের ষোলকলা পূর্ণ হতো ;
যদি পা মাড়ায় নিরস করতাম বেহায়া মনটাকে,
নিঃশ্চুপ রাতে গাঢ় অন্ধকারকে আলিঙ্গন না করতুম;
চোখের কোণে যদি আবেগ না নিগরাতো সবকিছুর ফাঁকে।
সুখ ধোঁয়া যদি রাত জুড়ে বিরক্তিভাজন না হতো,
অথবা মস্তিষ্ক ক্ষরণে রক্তজমাট বেঁধে প্রদীপটা নিভে যেতো।