আবেগগুলোন ইদানিং বেশি গাঢ় হচ্ছে
অনেকটা রাতের আঁধারের
চাদর মাখা ঘন শীতের মত ।
তবে তা জমার বদলে উল্টো ঝরছে
নিজের স্বত্বা আর সবথেকে ঘেঁটে যাওয়া, দূর্বলতাগুলো আজ অকপটে বিলিয়ে দিচ্ছি ।
হাসি পায় আমার, খানিকটা থমকে যাই আর সেই নিস্তব্ধতা ।
যা অনেক আগ হতেই, কি আর করার পুরোনো অভ্যেস।
ইদানিং আমি না বড্ড স্বার্থপর হয়েছি
শুধু নিজের জন্যই চাই,
আর ভুলে যাই
কখন যে বড্ড বেশিই চেয়ে ফেললাম।
আমি ভুলে বসি যে এতটা বেশি চাওয়া
আজকাল বাংলা সিনেমাতেও উঠে গেছে।
দিনরাত একগুঁয়েমি এক রুটিন বুঝি, আমার মগজধোলাই করেছে
আমার মার্কাদেয়া আলসেমি নেহাৎ কম যায় কিসে
নাকি ? আমার সেই এক একান্তই আবিষ্কার করা পাগলামি অনুভূতি !
যেটা তোমার হৃদয় ছোঁয় না, কিংবা যেতে যেতেই মিলিয়ে যায় কোথাও
আরে অবাক তো ! আমি ভুলেই গেছি, ইদানিং না এটাও বড় ই দুরন্ত ।
ঠিক পাড়ার কুকুরগুলোর চিৎকার
যেটা না বোঝার আগেই বলি হয়,
এপথে আমি, ওপথে অনুভূতি
জানা নেই হিত কার ?