অভিমান উড়ে এসে জুড়ে বসে না
বিরহানল জ্বলে না হঠাৎ, রাত্রি কিংবা দিবা
মন খারাপের দিনগুলি এমনিই পথরোধ করেনা
ভাবনাগুলোসব আবেগময় জমাটবদ্ধতায় পড়েনা।
কত ব্যথারা অলি গলি চৌচির করে চলে
তীব্রতা ঘিরে খুঁটে খায় নিরব দহনানলে।
জ্যান্ত শরীর অসাড় আরষ্টে সংকুচিত হয়
এলোপাথারি বুলেট মাখা না পাওয়ার ভয়।
অত শক্ত হিরোগীরি প্রেমিক অভিনয় ভন্ড
বাস্তব্য আঁধার বা আলো যাই হোক মেনে নেয়াই দন্ড।
বয়ে চলা বুকের জল ঢেউ স্পন্দন নিরবধি
মৃত্যুই আলিঙ্গন হোক জন্ম নিয়েছি যদি।