একবিংশের রাজদরবারে রাজবিরোধী কথা নিষিদ্ধ করে দিয়েছে
ন্যায় অন্যায় নয়, দেশদ্রোহীতা নয়,
কেড়ে নিয়েছে বাক স্বাধীনতাও।
এক হেছকা টানে হাত পায়ের শিকল বেড়ী ছিঁড়ে দিয়ে
ভরা রাজসভায় তখন চিৎকার করে মহারাণীকে বললাম—
“আমি তোমাকে ভালোবাসি”
আর যাই করো “ভালোবাসা” শব্দটি নিষিদ্ধ করতে পারো না
এ পারা যায় না।
গণতন্ত্র তুলে দিতে পার “ভালোবাসা” না।
বুলেট দিয়ে ঝাঝড়া করে দিতে পারো মানব সভ্যতা
পারমাণবিক বোমা দিয়ে বাঁধিয়ে দিতে পারো তৃতীয় বিশ্বযুদ্ধ,
তবুও গোলাপের পাপড়ী ছিঁড়ে দেয়ায় দুঃসাহস করবে না!
কে না জানে রাজরাণী থেকে চাকরানী আর যাই করুক বা না-ই করুক সবাই ভালোবাসে।
ভালো তো বাসতে হয়
ক্ষণে ক্ষণে বাঁচতে হয়।