যা' পেয়ে দুঃখ পাই
    মানতে চায় না মন
    হতে পারে সেই কিন্তু
        পরম সুখের ধন;  
   যদি মনের অরাতি বুদ্ধি
    একে দেয় সুখের রতি
     পরাজিয়া বিকর্ষণী মন,
    অরাতি বুদ্ধি মনের দানব
      সত্য মিথ্যা যুক্তি অর্থহীন
     স্বার্থ বুদ্ধিতে সদা অধীন।  
          একই মুদ্রার দুই পিঠ
       সুখ দুঃখ আমাদেরই মনে
  অরাতির রতি বলে দেয় দুইয়ের মাঝে
          আছি  কোন স্থানে।