আজকাল কেন জানি মনে হয়
আমার প্রতিচ্ছবি দেখতে পাইনা,
তোমার মধ্যে !
অজানা ভয় এসে মনে তাড়া করে
তুমি হারিয়ে যাচ্ছিলে,
হারিয়ে গিয়েছো ওই বাধাহীন সমুদ্রে ।
তবুও আমি তোমায় খুঁজেছি  
কিন্তু তোমায় পাইনি খুঁজে  !
শুনেছি তুমি নাকি
আমায় ভালোবাসো নি !
আমায় না খুঁজে তুমি
লাল চুড়ি হাতে
তাকেই যেন বারবার খুঁজেছো।
বিশ্বাস দিয়ে কেন তুমি
আমায় বারবার ঠকিয়েছো?
আমি জোর করে বলি নাই
ভালোবাসো ভালোবাসো।
তবুও কেন মনের রং চুরি করে,
তুমি হাসো !  
তুমি তাকেই যেন ভালোবাস ৷।