এ কেমন বীজমন্ত্র দিলে হে মা জননী,
ভালোবাসার ব্যবহারে আজ পূর্ণ ধরণী;
মন্ত্রের মতো সঠিক মন্ত্র দিতে আমায়,
কৃষ্ণও তো একান্ত প্রেমে পাওয়া যায়;
বারবার কেন একই মন্ত্র পড়িয়ে তুমি ধন্য,
সে তো আমার কৃষ্ণ রুপে এখনো অনন্য;
তোমার মন্ত্রে শিখিয়ে দিলে না কৃষ্ণ নাম,
নামের সুধায় বিলীন হব মা এই মর্তধাম;
এ কেমন বীজমন্ত্র দিলে হে মা জননী,
আমি তো তার সর্ব অঙ্গে দেখি কৃষ্ণ ঠাকুরানী।।