আমি যখন কান্নার জলে বিসর্জন হতে হতে
তোমায় পেয়েছিলাম,
ভেবেছিলাম তুমিই সবচেয়ে আপন ;
কান্নার জলে পুষ্পটিত প্রেমের একটি কমল।
কিন্তু হায়! আমার কি সাধ্য ছিল তা পাওয়ার
আমি ভেবে হই ব্যাকুল।
মিষ্টি বলে সবাইকে ডেকে পেয়েছি কূল,
পারি নি আমি তোমায় বোঝাতে
মিষ্টি নামে ছিল না কৌশল ;
তবুও দিলে থার্ডক্লাস সার্টিফিকেট!
তোমার কথায় কষ্ট পেয়ে হয়েছিলাম অস্থির
আমার একটি কথা কখনো জানা হলো না,
তুমি চলে যাবে আমায় অল্প ভালোবেসে,
কান্নার জলে ফেলে অল্প হেসে;
আমি উন্মাদ পাগল কবি চেয়ে থাকবো দূরে
তোমার অপেক্ষায় কখনো হেসে কখনো কেঁদে।।