কবি হলো ভালোবাসায় বন্দী,
করেছে প্রেম হয়েছে সন্ধি;
গাছের নিচে বসে
কবি করেছে কতো গল্প,
তাই প্রেমের এই সুনিপুণ কল্প;
বাতায়নে তব কিসের গন্ধ,
ভালোবাসা কি সব অপুণ্য,
প্রেমের কেন হলো উপসংহার,
কবির ছিলো কবিতাই সংসার;
কবি হলো ভালোবাসায় বন্দী,
তাকে নিয়ে কর শুভ সন্ধি ।।