বিজয়ের পথে হেটে চলেছি
একাত্তর থেকে বিশ,
স্বাধীনতা এসেও আসে নি
মানবের মনে যতো বিষ।


শহীদের লাশ পেরিয়ে এসেও
এখনো হয় নি সুবিচার।
ধর্মের উপর ধর্ম হলো ছাড়খার,
ধর্ম নিরপেক্ষতা একাত্তরে প্রচার।


নাম না জানা ভাগ্যহীনা নারী
সম্ভ্রম হারিয়ে কাঁদে,
অত্যাচারী হেঁসেছিল সব
বিজয় হয়েছিল কি তবে।

বিজয়ের পথে হাঠছি আজও
এসেছে কি তবে বিজয়।
আশার প্রদীপ জ্বলেও নিবে
কবে হবে সেই বাংলার অভ্যুদয়।